Wednesday, January 5, 2011

আইটি ওয়াল্ডের এডমিনের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ফ্রীতে!


 আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ অশেষ রহমতে এবং আপনাদের একান্ত দোয়ায় আইটি ওয়াল্ড ধীরে ধীরে পরিনত হচ্ছে উন্নত প্রযুক্তিতে। আমার কাছে অনেক ফোন কল এবং মেইল এসেছে এই সার্ভিসটি চালু করার জন্য। এই সার্ভিসটার মাধ্যমে আপনারা আমার সাথে সরাসরি চ্যাটিং করতে পারবেন। আর সেটা আইটি ওয়াল্ড থেকেই। আপনারা এটাকে চ্যাটিং রুম বলতে পারেন। আমার সাথে চ্যাটিং করতে হলে আপনাকে কোন ঝামেলাই পোহাতে হবে না। কারণ চ্যাটিং করার জন্য লগইন বা সাইনআপের কোন ঝামেলা নেই। কিন্তু চ্যাটিং করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে Adobe Flash Player 10 ইন্সটল করা থাকতে হবে। তা না হলে চ্যাটিং করতে পারবেন না। চিন্তার কিছুই নেই এখানে ক্লীক করে খুব সহজেই ডাউনলোড করে ইন্সটল করে নিন।
চ্যাটিং রুম দেখতে যেমনঃ


undefined

ওয়েব সাইট:
www.livetalkadmin.tk


যেভাবে চ্যাটিং করবেনঃ
এটা মুলত ইয়াহু live ম্যাসেন্জার। সেহেতু এটার সম্পূর্ণ অপশন ইয়াহু ম্যাসেন্জারের মতন।
প্রথমে এই ওয়েব সাইটে যান। সেখানে ছবির মতন একটা চ্যাটিং বক্স দেখতে পাবেন যদি আপনার কম্পিউটারে এডোব ফ্লাশ প্লেয়ার খাকে। না থাকলে এখানে ক্লীক করে ডাউনলোড করে নিন।
এর পর চ্যাটিং করা শুরু করুন সরাসরি আমার সাথে।

-ধন্যবাদ।
»» read more